অ্যাথলেটিকসের প্রথম স্বর্ণপদক জিতলেন ফরিদ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পুরুষ ম্যারাথনে সেরা হন ফরিদ মিয়া

পুরুষ ম্যারাথনে সেরা হন ফরিদ মিয়া

অ্যাথলেটিকসের প্রথম স্বর্ণপদক উঠল দৌড়বিদ ফরিদ মিয়ার গলায়। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পুরুষ ম্যারাথনে সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এ অ্যাথলিট।

দৌড় শেষ করতে অ্যাথলিট ফরিদ মিয়া সময় নেন ২ ঘণ্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ড। রৌপ্য জিতেছেন সেনাবাহিনীর আরেক দৌড়বিদ ফিরোজ খান। তিনি দৌড় শেষ করেন ২ ঘণ্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ডে।

বিজ্ঞাপন

ব্রোঞ্জ পেয়েছেন কামরুল ইসলাম। সেনাবাহিনীর এ অ্যাথলিটের টাইমিং ছিল ২ ঘণ্টা ৫৭ মিনিট ৫০ সেকেন্ড।