প্রথম দিনে বাংলাদেশের স্বস্তির সংগ্রহ

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগারদের ব্যাটিং লড়াই

টাইগারদের ব্যাটিং লড়াই

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান। বাংলাদেশের ২৪২ রান নাকি ওয়েস্ট ইন্ডিজের শিকার করা ৫ উইকেট- কোনটি আপনি এগিয়ে রাখবেন? ম্যাচ পরিস্থিতি বলছে এগিয়ে রাখার এই লড়াইয়ে বেশি নম্বর পাচ্ছে বাংলাদেশ। 

প্রথমদিন শেষে হয়তো একটু বেশি উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তবে উইকেটের গুনাগুন বিচার করলে বলা যায় যে প্রথমদিন স্কোরবোর্ডে ২৪২ রান বাংলাদেশকে আপাতত এই টেস্টে দুঃশ্চিন্তা মুক্ত রেখেছে। 

বিজ্ঞাপন

দিনের শুরুর দুই সেশনে দুটি করে উইকেট হারায় বাংলাদেশ। শেষ সেশনে হারায় মাত্র ১ উইকেট এবং এই সময় যোগ করে ১০২ রান। দিনের শেষ সেশনটাই সবচেয়ে ভাল কাটে বাংলাদেশের। 

দিন শেষে সাকিব ৩৯ এবং লিটন দাস ৩৪ রান নিয়ে ব্যাট করছিলেন। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে হার না ৪৯ রান যোগ করেছেন। দুজনে যেভাবে খেলছিলেন সেই ধারাটা ধরে রাখলে দ্বিতীয় দিনে এই দুই ব্যাটসম্যানের কাছ থেকে বড়কিছু পেতে যাচ্ছে বাংলাদেশ দল। লম্বা বিরতির পর সাকিব আল টেস্ট ম্যাচ খেলতে নামলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার পর এটাই তার প্রথম টেস্ট। তবে ব্যাটিংয়ের পুরোটা সময় সাকিব যেভাবে খেললেন তাতে মনে হয়নি টেস্টে তিনি খুব বেশিদিন অনুপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে টসে জিতে মমিনুল হক ব্যাটিং বেছে নেন। তামিম ফিরেন শুরুতেই। নাজমুল হোসেন শান্ত উইকেটে সেট হয়ে রান আউটের ফাঁদে কাটা পড়েন। মমিনুল হকও উইকেটে জমে গিয়ে আউট হন। ওপেনার সাদমানও হাফসেঞ্চুরির ইনিংসকে বড় করতে পারেননি। উইকেটে লম্বা সময় কাটিয়ে মুশফিকও স্পিনে উইকেট হারান। দলের তিনজন ব্যাটসম্যান উইকেটে জমে গিয়ে আউট হওয়ার ভুল করেন। 

লিটন দাস ব্যাটিংয়ের শুরুতে ভাগ্যের সহায়তা পান। ২ রানে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু শর্ট লেগের ফিল্ডার সেটা হাতে রাখতে পারলেন না। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে লিটন দাস দিনটা শেষ করেন অপরাজিত ৩৪ রান নিয়ে। 

তিন ব্যাটসম্যানের উইকেটে সেট হয়েও আউট হওয়া এবং সাদমান ইসলামের রিভিউ না নেওয়ার দুঃখ ভুলছে বাংলাদেশ প্রথমদিনের স্কোরবোর্ডে স্বস্তির রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪২/৫ (৯০ ওভারে, তামিম ৯, সাদমান ৫৯, নাজমুল ২৫, মমিনুল ২৬, মুশফিকুর ৩৮, সাকিব ৩৯*, লিটন দাস ৩৪*, অতিরিক্ত ১২, ওয়ারিক্যান ৩/৫৮, রোচ ১/৪৪)।