মাইলস্টোনে পৌঁছেই তামিম আউট

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম ইকবাল

তামিম ইকবাল

২৩ রানে প্রথম উইকেটের পতন। তামিম ইকবাল আউট। চট্টগ্রাম টেস্টের শুরুটা ঠিক উপভোগ করতে পারলো না বাংলাদেশ। তামিম ইকবাল অবশ্য যে কায়দায় আউট হলেন সেটা নতুন কিছু নয়। ইনসাইড এজ হয়ে বোল্ড। তবে এই আউটের আগে তামিম ইকবাল একটা ‘নতুন’ কিছু করে ফেলেছিলেন। টেস্টে বাংলাদেশের হয়ে তামিম ইকবালই এখন সর্বাধিক রানের মালিক। এতদিন ধরে টেস্টে এই রেকর্ডটা ধরে ঠরেখেছিলেন মুশফিকুর রহিম। তবে মাইলস্টোনে পৌছে সেটা উপভোগ করার তেমন সুযোগ পেলেন কই তামিম। পেসার খেমার রোচের বলে মাত্র ৯ রানে বোল্ড হয়ে ফিরেন তিনি। 

গ্যাব্রিয়েল শ্যানের বলে ইনিংসের শুরুতে একটি সিঙ্গেল নিয়ে তামিম ইকবাল ছাড়িয়ে যান মুশফিক রহিমের ৪৪১৩ রানকে। ৭০ টেস্টে মুশফিক এই রান করেছেন। ৬১ নম্বর টেস্টে তামিমের রান এখন ৪৪১৪। 

বিজ্ঞাপন

তামিমের ফিরে আসার পর ওপেনার সাদমান ইসলামের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের স্কোর ছিল ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২। সাদমান ২০ এবং শান্ত খেলছিলেন ১৩ রান নিয়ে। 

৩ ফেব্রুয়ারি, বুধবার সকালে বাংলাদেশ অধিনায়ক মমিুনল হক চট্টগ্রামের এই টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন। একাদশে চারজন স্পিনার নিয়ে বাংলাদেশ এই টেস্ট খেলছে। একমাত্র পেসার হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন