নতুন শুরুর অপেক্ষায় টেস্ট অধিনায়ক মমিনুল হক

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কোচের সঙ্গে শলা-পরামর্শে ব্যস্ত ক্যাপ্টেন মমিনুল হক

কোচের সঙ্গে শলা-পরামর্শে ব্যস্ত ক্যাপ্টেন মমিনুল হক

মাত্র চার টেস্টে অধিনায়কত্ব করেছেন মমিনুল হক। প্রথম তিনটিতে ইনিংস ব্যবধানে হার। চতুর্থ ম্যাচে এসে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়। এবং সেই ম্যাচে সেঞ্চুরিও পান তিনি। টেস্ট অধিনায়কত্বের পঞ্চম টেস্টে খেলতে নামছেন মমিনুল ৩ ফেব্রুয়ারি, বুধবার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের এই সিরিজে অনেক কিছুর সঙ্গে আরেকটি বড় পরীক্ষা হচ্ছে; মমিনুল এর টেস্ট অধিনায়কত্ব! ওয়ানডের মতো এই টেস্ট সিরিজেও বাংলাদেশ জয়ের প্রত্যাশা নিয়ে নামছে। জয় ছাড়া টেস্ট সিরিজে ভিন্ন কোন ফল হলে সেটা মমিনুলের টেস্ট অধিনায়কত্বকেও বড় প্রশ্নের মুখে ফেলবে। অধিনায়ক মমিনুল সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। 

টেস্ট সিরিজ শুরুর আগে মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি জুম আয়োজনে সংবাদ সম্মেলনে সেই চ্যালেঞ্জ প্রসঙ্গে মমিনুল বললেন- ‘এক বছর পর ক্রিকেটে ফেরা এটা সত্যি আমার জন্য অনেক বড় কিছু। আমার কাছে মনে হয় এক বছর পর যেহেতু ফিরছি নতুন করে আরেকটা সুযোগ এসেছে টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার। এটাকে সুযোগ হিসেবেই দেখছি। আন্তর্জাতিক ক্রিকেটে একটু চ্যালেঞ্জ তো থাকেই। ওটার চাইতে আমি যে জিনিসটা ভাবছি, আমরা দল হিসেবে ভালো পারফর্ম করার, নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছি।’

বিজ্ঞাপন

টেস্টে বাংলাদেশের সাম্প্রতিক সময়টা ভাল যায়নি। দেশের মাটিতে এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের নতুন দল আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। তবে পেছনের দুঃস্মৃতি নিয়ে সামনে বাড়তে চান না মমিনুল। সবকিছু নতুন করে শুরুর অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক- ‘কাল আপনি যা করেছেন, তা ভালো হোক বা খারাপ হোক মনে রাখার দরকার নেই। এটা মনে রেখে আপনি কিছু পাবেনও না। আমিও একইভাবে ভাবছি। হয়ত উত্তরটা বুঝতে পেরেছেন। আফগানিস্তানের সঙ্গে কী হয়েছিল মনে রাখতে চাই না। কালকের ম্যাচেই মনোযোগ রাখতে চাচ্ছি।’

টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। পয়েন্ট শূন্য অবস্থায় আছে। এই সিরিজে সেই তলানি থেকে উঠে আসার একটা সুযোগ আছে বাংলাদেশের সামনে। সেই প্রসঙ্গে মমিনুলের জবাবও কিছুটা দার্শনিক ভঙ্গিতে- ‘দেখুন, ওরকম কোনো মন্ত্র নেই (হাসি)। মন্ত্র হলে জাদুমন্ত্র হতে হবে! আসলে এরকম কোনো মন্ত্র নেই। আগে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো আর মনে রাখতে চাই না। অতীত তো অতীতই। আগে যেটা বললাম করোনার পর আমরা নতুন করে শুরুর চেষ্টা করছি। এই সিরিজেও সবকিছু নতুন করে শুরু করবো।’

বিজ্ঞাপন