গলে সাত উইকেটে জিতল ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দলকে জিতিয়েই মাঠ ছাড়েন লরেন্স ও বেয়ারস্টো

দলকে জিতিয়েই মাঠ ছাড়েন লরেন্স ও বেয়ারস্টো

গলে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সাত উইকেটের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।

৩ উইকেটে ৩৮ নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে সফরকারী ইংল্যান্ড। জয়ের জন্য দরকার ছিল আরও ৩৬ রান। জনি বেয়ারস্টো এবং অভিষেক ড্যান লরেন্স রোমাঞ্চকর লড়াইয়ের শেষ সকালের ৩৫ মিনিটের মধ্যে ইংল্যান্ডকে তাদের লক্ষ্যে পৌঁছে দেন।

বিজ্ঞাপন

বেয়ারস্টো ৩৫ ও লরেন্স ২১ রানে অপরাজিত থেকে যান। যদিও দিলরুয়ান পেরেরার বিপক্ষে এলবিডব্লিউ রিভিউ থেকে বেঁচে যান লরেন্স। কেননা রিপ্লেতে দেখা যায় আউট হননি তিনি। যে কারণে এ নিয়ে শ্রীলঙ্কা আর কোনো আওয়াজ তুলেনি।

অথচ চতুর্থ দিনের শেষ দিকে ইংল্যান্ড ১৪ রানেই হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। বেয়ারস্টো ও লরেন্সের ব্যাটিং দৃঢ়তায় আর কোনো সমস্যা হয়নি। দুজনের হার না মানা ৬২ রানের জুটিতে শেষমেশ অনায়াস জয় ছিনিয়ে নেয় ক্যাপ্টেন জো রুটের অতিথি দল।

বিজ্ঞাপন

দ্বিতীয় টেস্ট একই মাঠে শুরু শুক্রবার থেকে।

স্কোরকার্ড

প্রথম টেস্ট, গল (পঞ্চম দিন)

শ্রীলঙ্কা: ১৩৫ (বেস ৫/৩০) এবং ৩৫৯ (থিরিমান্নে ১১১, লিচ ৫/১২২)।

ইংল্যান্ড: ৪২১ (রুট ২২৮; ডি পেরেরা ৪/১০৯) এবং ৭৬-৩ (বেয়ারস্টো ৩৫*, এম্বুলডেনিয়া ২/২৯)।

ম্যাচ ফল: ইংল্যান্ড সাত উইকেটে জয়ী।

সিরিজ ফল: দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড।

ম্যাচ সেরা: জো রুট।