কোহলিকে টপকে গেলেন স্মিথ
ক্রাইস্টচার্চ টেস্টে ২৩৮ রানের দুরন্ত এক ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। সুবাদে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে নিজের অবস্থান আর শক্ত করেছেন এ কিউই ক্যাপ্টেন। সংগ্রহ করেছেন ৯১৯ রেটিং পয়েন্ট। স্কোরটা নিউজিল্যান্ডের যে কোনো খেলোয়াড়ের চেয়ে সর্বোচ্চ।
কেন উইলিয়ামসনের ঠিক নিচের জায়গায় এসেছে পরিবর্তন। সিডনি টেস্ট শেষে স্টিভেন স্মিথকে টপকে গেছেন বিরাট কোহলি। ভারতীয় ক্যাপ্টেনকে পিছনে ফেলে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক।
এসসিজি-র দুই ইনিংসে স্মিথ স্কোর করেন ১৩১ এবং ৮১। তার দাপুটে এই ইনিংস দুটিই কোহলিকে দ্বিতীয় স্থান থেকে সরিয়ে দিয়েছে তৃতীয় স্থানে। কন্যাকে পৃথিবীতে স্বাগত জানাতে প্রথম টেস্টের পরই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে অবশ্য কোহলি।