সিডনিতে বর্ণবাদের শিকার বুমরাহ-সিরাজ, ক্ষমা চাইল সিএ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আম্পায়ার পল রেইফেলের সঙ্গে ঘটনাটি নিয়ে আলাপ করছেন সিরাজ ও রাহানে

আম্পায়ার পল রেইফেলের সঙ্গে ঘটনাটি নিয়ে আলাপ করছেন সিরাজ ও রাহানে

সিডনি টেস্টের তৃতীয় দিন, শনিবার বর্ণবাদের শিকার হন বোলার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। দিনের খেলা শেষে এ নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। থামেননি মাঠের দর্শকরা।

রোববার, চতুর্থ দিন ফের বর্ণবাদী ভাষা ব্যবহার করতে থাকে গ্যালারির দর্শকরা। এ নিয়ে মাঠের আম্পায়ারদের কাছে অভিযোগ করেন সিরাজ। এ ঘটনায় ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় খেলা।

বিজ্ঞাপন

পুলিশ এসে সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে ৬ জন দর্শককে বের করে দেয়। বর্ণবাদী গালাগাল দেওয়ার অভিযোগে গ্যালারি থেকে তাদের সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনার পর ভারতের কাছে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সংস্থাটির সঙ্গে নিউ সাউথ ওয়েলস পুলিশ তদন্তে নেমেছে ঘটনাটি নিয়ে।

বিজ্ঞাপন

আইসিসি পুরো ঘটনাটিকে ‘অবিশ্বাস্য রকমের হতাশাজনক’ বলে অ্যাখ্যা দিয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বর্ণবাদী আচরণের অভিযোগের বিরুদ্ধে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে সহায়তা করবে তারা। আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দিবে সিএ।