বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে নেতাকর্মীদের শ্রদ্ধা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন-বার্তা২৪।

জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন-বার্তা২৪।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে দলের নেতাকর্মীরা। 

শনিবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলসহ অন্যান্য দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ, খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।