কারাগার থেকে খালেদার ‘ঈদ’ শুভেচ্ছা

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা২৪ ডটকম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা: দেশবাসী, বিশ্ব মুসলিম সম্প্রদায়, দলের নেতাকর্মী ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে কারাগার থেকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সম্প্রতি দলের চেয়ারপারসনের স্বজনরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। স্বজনদের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।’

রিজভী আহমেদ দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বিবৃতির মাধ্যমে দেশবাসী‌সহ সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।’

ঈদযাত্রা নিয়ে রিজভী বলেন, ‘পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মানুষ চরম দুর্ভোগের শিকার হয়ে বাড়ি ফিরছেন। সড়কে লাশের সংখ্যা বেড়েই চলেছে। গতকালও সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং গুরুতর আহত হয়েছেন শতাধিক।’

সড়ক পথে মানুষকে নিরাপদে বাড়ি ফেরাতে ওবায়দুল কাদের সাহেব ব‍্যর্থ হয়েছেন মন্তব্য করে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের কয়েকদিন আগে বলেছিলেন এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক। কিন্তু আমরা কী দেখলাম? প্রতিবারের মতো এবারের ঈদ যাত্রাও হয়েছে দুর্বিষহ-বেদনাদায়ক। ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে অনেক বাড়িতে।’

এ সময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করেন।