বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

 

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তাজুল ইসলাম।

মঙ্গলবার (১৪ আগস্ট) বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামা‌জে জানাজা অনু‌ষ্ঠিত হ‌বে। পরের দিন দ্বিতীয় নামাজে জানাজা কুড়িগ্রামে তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

তাজুরল ইসলাম বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার পৈতৃক বাড়ি কুড়িগ্রামের সদর উপজেলায়।

তার মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন।