ধান কাটায় কৃষকদের সহায়তা করতে নেতাকর্মীদের জিএম কাদেরের নির্দেশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বোরো ধান ঘরে তুলতে কৃষকদের সহায়তা করতে জাতীয় কৃষক পার্টিকে নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এমন নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে পার্টির চেয়ারম্যান বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। বর্তমান বাস্তবতায় শ্রমিকদের মজুরি দেওয়ার যথেষ্ট সামর্থ নেই প্রান্তিক কৃষদের। তাই কৃষকদের এমন দুঃসময়ে জাতীয় কৃষক পার্টির নেতা-কর্মীরা অবশ্যই কৃষকের সহায়তায় এগিয়ে যাবে।

চলমান মৌসুমে বোরো ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জাতীয় কৃষক পার্টির পাশাপাশি জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় শ্রমিক পার্টি, সাংস্কৃতিক পার্টি, মুক্তিযোদ্ধা পার্টি, ওলামা পার্টি, মৎসজীবী পার্টি, জাতীয় তাঁতী পার্টি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কৃষকদের সহায়তায় এগিয়ে আসতে নির্দেশ দেন জিএম কাদের।