ঘরপোড়া আগুনে আলু পুড়িয়ে খাওয়াই বিএনপির স্বপ্ন

  • কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়া: জাতীয় ঐক্য ছাড়া এই ভয়ংকর অবস্থা থেকে মুক্তি পাওয়া কঠিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, `জনগণের বিরুদ্ধে কর্মকাণ্ডের কারণে বিএনপি আজ আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। এই দলটি বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলনের নামে সহিংসতা করে সরকার পতনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এছাড়া নির্বাচন বর্জন করে তা প্রতিহত করতে গিয়ে ব্যর্থ হয়েছে।‘

মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

হানিফ আরও বলেন, `কোনো কর্মকাণ্ডে সফলতা না পেয়ে বিএনপি এবার শিক্ষার্থীদের কাঁধে ভর করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। ঘরপোড়া আগুনে আলু পুড়িয়ে খাওয়াই এখন বিএনপির স্বপ্ন। তবে তাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।‘

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল রাব্বিসহ অনেকে উপস্থিত ছিলেন।