সরকারি সহায়তা পর্যাপ্ত নয়: জিএম কাদের

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি

হতদরিদ্রদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কিন্তু অনেক ক্ষেত্রেই তা পর্যাপ্ত নয়। আবার অনেক শ্রেণির মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, করোনাভাইরাস রোধে সামাজিক বিচ্ছিন্নতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের খেটে খাওয়া মানুষ। তাই করোনা মুক্ত বাংলাদেশ গড়তে বিপাকে পড়া হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো জরুরি হয়ে পড়েছে। দেশের এমন পরিস্থিতিতে বিত্তবানদের সহায়তার হাত বাড়াতে হবে দিন এনে দিন খায় মানুষদের প্রতি।

তিনি বলেন, বৈশ্বিক এমন বিপর্যয়ে দেশের প্রতিটি মানুষের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। মানুষের সংহতি, ভ্রাতৃত্ব ও মমত্ববোধ অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তি দিতে পারে দারিদ্র পীড়িতদের। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অসচ্ছল মানুষদের খাদ্যদ্রব্য বিতরণে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।

হতদরিদ্র মানুষদের সাধ্যমত সহায়তা করতে দলীয় নেতা-কর্মীদের প্রতিও আহ্বান জানান জাপা চেয়ারম্যান।