করোনা রোধে জনগণ জাতীয় ঐক্য স্থাপন করেছে: জেএসডি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার রোধে জনগণ জাতীয় ঐক্য স্থাপন করেছে। তবে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার।

শনিবার (২৮ মার্চ) এক বিবৃতি এই আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, করোনার ভয়াবহ সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগের সাথে জনগণের সহযোগীতা, সচেতনতা এবং সতর্কতার মাধ্যমে জাতীয় ঐক্যের এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যা দেশবাসীকে আশাবাদী করে তুলছে। এ ধরনের ঐক্য সম্ভাব্য সংকট মোকাবিলায় বড় ধরনের রক্ষাকবচ হবে। কিন্তু এ ধারা অব্যাহত রাখতে হবে।