জরুরি অবস্থা চায় গণফোরাম

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ভয়াবহতা বিবেচনা করে অনতিবিলম্বে সারাদেশে জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে গণফোরাম।

শনিবার (২১ মার্চ) গণফোরামের মুখপাত্র ও দলের নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী এক বিবৃতিতে এ দাবি জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে । বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীরা বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছেন। আগত প্রবাসীদের সঠিকভাবে পরীক্ষা করা হচ্ছে না।

তিনি আরও বলেন, সরকার ও প্রশাসন বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ, জাতীয় সংসদের উপনির্বাচন ও সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্যস্ত। সরকারের মন্ত্রী ও এমপিদের অসাড় আস্ফালন চলছে। অথচ বাস্তবে সরকারের কোনো প্রস্তুতিই নেই।

তিনি ডাক্তার ও স্বাস্থ্যসেবা কর্মীর জন্য পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট অতি দ্রুত সরবরাহ করা ও হ্যান্ড স্যানিটাইজারসহ সকল ইউনিয়ন, উপজেলা, জেলা এবং শহরের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে সব ওষুধ, খাদ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণের জোর দাবি জানান।