‘খালেদাকে মুক্ত করতে চাই আগরতলা ষড়যন্ত্র মামলার মতো প্রতিবাদ'
ডাকসুর সাবেক ভিপি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মিথ্যা মামলা থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আগরতলা ষড়যন্ত্র মামলার মতো প্রতিবাদ করতে হবে।’
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সংগ্রাম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিথ্যা মামলার সুবিচারের দাবিতে' প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যে রকম আন্দোলন সুদানে, পোল্যান্ডে হয়েছিল, সাধারণ মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলায় সারাদেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে প্রতিবাদ করেছিল, আদালতের কাগজপত্র ছিনিয়ে এনেছিল, আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্ত করতে আগরতলা ষড়যন্ত্র মামলার মতো প্রতিবাদ করতে হবে।’
‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বড় একটি দল। আমি যখনই বিএনপি নেতাদের বলি নেত্রীর মুক্তির ব্যাপারে আপনাদের আন্দোলন কবে থেকে শুরু করবেন, তখন তারা শুধু বলে দেখি। যদি মনে করেন আন্দোলন ছাড়া মুক্তি হবে না, তাহলে মেধা দিয়ে নতুন আন্দোলনের পথ বের করতে হবে,’ যোগ করেন মান্না।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ বুঝতে চায় না যে তাদের পায়ের তলায় মাটি নেই। সাধারণ মানুষ এ দলকে চায় না। দেশের ১৭ কোটি মানুষের বুকে আগুন জ্বলছে। বিনা দোষে অসুস্থ খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। এরা কি মানুষ? আওয়ামী লীগ ক্ষমতায় এলেই নির্যাতন করে।’
প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান (অব:) মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, ঢাকা জেলা বিএনপির সম্পাদক মোঃ সালাউদ্দিন বাবু, রুমিন ফারহানা প্রমুখ।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন।