বিএনপির হরতালে ঐক্যফ্রন্টের সমর্থন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঐক্যফ্রন্টের লোগো

ঐক্যফ্রন্টের লোগো

ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি। আর বিএনপির এই হরতালকে সমর্থন করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানায় ঐক্যফ্রন্ট।

বিজ্ঞাপন

ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী বিএনপির হরতালে সমর্থন দিয়েছেন।