চারদিনের ব্যবধানে জাপায় ৭ জনের পদোন্নতি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় পার্টির লোগো, ছবি: বার্তা২৪.কম

জাতীয় পার্টির লোগো, ছবি: বার্তা২৪.কম

জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের এখনো অনেক বাকি। চারদিন আগে যাদের ভাইস চেয়ারম্যান করেছিলেন তাদের ৭ জনকে পদোন্নতি দিয়ে উপদেষ্টা করেছেন জিএম কাদের।

চার দিনের ব্যবধানে এমন সিদ্ধান্তে জাপা কর্মীদের মধ্যে নানা রকম কানাঘুষা চলছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন জিএম কাদের কি তবে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। নাকি কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন! যাই হোক ভালো দৃষ্টান্ত তৈরি হচ্ছে না। প্রয়াত এরশাদের সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে নানা রকম মুখরোচক আলোচনা প্রচলিত ছিল। এখন দেখছি জিএম কাদের তাকে ছাড়িয়ে যাচ্ছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় এমন প্রমোশন নজীর বিহীন।

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) ১০ জনকে উপদেষ্টা নিয়োগ করেছেন। যাদের মধ্যে ৭ জনকে গত ১৭ জানুয়ারি ভাইস চেয়ারম্যান নিয়োগ করেছিলেন জিএম কাদের।

গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরো ১০ জন উপদেষ্টা, ১১ জন ভাইস চেয়ারম্যান এবং ২ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেছেন জিএম কাদের।

১০ জন উপদেষ্টা হলেন মোর্শেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম), মেহজাবিন মোর্শেদ (চট্টগ্রাম), সালাহ উদ্দিন আহমেদ (নোয়াখালী), শাহ-ই আজম (নরসিংদী), দেওয়ান আলী (ঢাকা), বাহাউদ্দিন বাবুল (ঢাকা), অধ্যাপক মহসিন ইসলাম হাবুল (বরিশাল), এ আর ইসলাম (ময়মনসিংহ), পনির উদ্দিন আহমেদ এমপি (কুড়িগ্রাম), এ্যাড. শাহজাদি নাহিনা শান্তা (নারায়ণগঞ্জ)।

যে ১১ জন ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- নুরুল ইসলাম তালুকদার এমপি (বগুড়া), পীর মেজবাহ এমপি (সুনামগঞ্জ), জাহাঙ্গীর হাসান মানিক (বরিশাল), এ.এইচ.এম. গোলাম শহীদ রঞ্জু (গাইবান্ধা), সাব্বির আহমেদ (সিলেট), সালাউদ্দিন স্বপন (রাজশাহী), মোবারক হোসেন দুলু (বি: বাড়িয়া), আবু সালেক (পঞ্চগড়), আহমেদ শফি রুবেল (দিনাজপুর), নুরুন্নাহার বেগম (ঠাকুরগাঁও), অ্যাড. লাকি বেগম (বি: বাড়িয়া)।

২ জন যুগ্ম মহাসচিব হলেন জসীম উদ্দিন ভূঁইয়া (নেত্রকোনা), গোলাম মর্তুজা (বরিশাল)।

জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সময় নামে ক্রমানুসার নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।