শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির আহবান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল, ছবি: বার্তা২৪.কম

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল, ছবি: বার্তা২৪.কম

শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষার ব্যয়ভার সরকারকে নিতে হবে এবং শিক্ষা খাতে বাজেটের পরিমাণ বৃদ্ধি করার আহবান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে এ আহবান জানানো হয়।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, 'আজ শিক্ষাব্যবস্থা ভয়াবহ সংকটের সম্মুখীন। স্কুল শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে।'

সারাদেশে সন্ত্রাস, দখলদারিত্ব, ধর্ষণ, গুম, খুন বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার আহবায়ক লাবনী সুলতানা।

সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ জেলা কমিটির সদস্য সচিব মাসুদ হাসান, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান, জেলা সাধারণ সম্পাদক তাসমিন নাহার, সদস্য টুটুল আলী।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের এন এস রোড হয়ে পাবলিক লাইব্রেরীর সামনে সমাবেশে মিলিত হয়।