ডিএনসিসির কাউন্সিলর পদে জাপার সমর্থন পেলেন যারা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় পার্টির লোগো, ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির লোগো, ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিল পদে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়।

আশেকুল আমীন (ওয়ার্ড-১), শেখ আমিনুল হাকিম নিজাম (ওয়ার্ড-২), মো. সিরাজুল ইসলাম (ওয়ার্ড-৩) নুরু দেওয়ান (ওয়ার্ড-৪), মো. শুক্কুর শেখ (ওয়ার্ড-৫), মো. আমানত হোসেন (ওয়ার্ড-৬), শেখ মো.  নাসিরউদ্দিন (ওয়ার্ড-৭), ডা. সেলিমা খান (ওয়ার্ড-৮), মো.  আলমাস উদ্দিন (ওয়ার্ড-৯), মো.  হামিদ হাসান (ওয়ার্ড-১০), মো. আবুল কালাম ভান্ডারী (ওয়ার্ড-১১), জসিম হাওলাদার (ওয়ার্ড-১২), এস, এম, শহিদউল্যাহ সুজা (ওয়ার্ড-১৩), মোহাম্মদ বেলায়েত হোসেন মানিক (ওয়ার্ড-১৪), মো. শাখাওয়াত হোসেন (দুলাল আকন) (ওয়ার্ড-১৫)।

বিজ্ঞাপন

মো. মুকুল আমিন (ওয়ার্ড-১৬), মো.  আলী শেখ (ওয়ার্ড-১৭), আব্দুল আজিজ খাঁন (ওয়ার্ড-১৮), সৈয়দ মঞ্জুর হোসেন (ওয়ার্ড-১৯), সাইফুল ইসলাম পিটু (ওয়ার্ড-২০), এস, এম, আমিনুল হক সেলিম (ওয়ার্ড-২১), হাজী আবুল হোসেন (ওয়ার্ড-২২), কাজী আবুল খায়ের (ওয়ার্ড-২৩), মিলন শিকদার (ওয়ার্ড-২৪), মো. কাজী মামুন (ওয়ার্ড-২৫), আলহাজ্ব আব্দুল শুকুর প্রধান (ওয়ার্ড-২৬), জাকির হোসেন (ওয়ার্ড-২৭), মো. মনির (ওয়ার্ড-২৮), সৈয়দ শাহাদাত হোসেন (ওয়ার্ড-২৯), ফজলুর রহমান (ওয়ার্ড-৩০), শফিকুল ইসলাম সেন্টু (ওয়ার্ড-৩১)।

এস, এম, হাশেম (ওয়ার্ড-৩২), হাজী শমসের আলী (ওয়ার্ড-৩৩), হাজী ফারুক শেখ (ওয়ার্ড-৩৪), মো. আবুল বাশার চৌধুরী (ওয়ার্ড-৩৫), হাজী মো.  নাসিরউদ্দিন সরকার (ওয়ার্ড-৩৬), মো. শফিকুল ইসলাম লিপন (ওয়ার্ড-৩৭), জাকির হোসেন হান্নান (ওয়ার্ড-৩৮), মো.  বজলুর রহমান মৃধা (ওয়ার্ড-৩৯), সানোয়ার হোসেন (ওয়ার্ড-৪০), আরিফুল রহমান (ওয়ার্ড-৪১), রফিকুল ইসলাম (ওয়ার্ড-৪৪), মাহমুদুল হাসান আলাল (ওয়ার্ড-৪৫), মহসিন ভূঁইয়া (ওয়ার্ড-৪৬), খোরশেদ আলম (ওয়ার্ড-৪৭), মো.  জাহাঙ্গীর আলম (ওয়ার্ড-৪৮), আবুল হোসেন (ওয়ার্ড-৪৯), ফজলুল হক শিশির (ওয়ার্ড-৫০), মো. ইব্রাহীম হোসাইন (ওয়ার্ড-৫২), আলি আকবর দয়াল (ওয়ার্ড-৫৩), মো. আলাউদ্দিন আলাল (ওয়ার্ড-৫৪), সংরক্ষিত মহিলা ওয়ার্ডে হাসনা হেনা আহাম্মেদ (ওয়ার্ড ৫২,৫৩,৫৪) আনোয়ারা খাতুন  (১২, ১৩, ১৪) সাবিনা আক্তার (২৯, ৩০ ও ৩১)।