জাপার কমিটিতে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে হবে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় পার্টির লোগো, ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির লোগো, ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির নবম নির্বাহী কেন্দ্রীয় কমিটিতে পদোন্নতি ও অন্তর্ভুক্ত হতে চাইলে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।

আবেদন ফরম আগামী ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিতরণ করা হবে। ফরম পূরণ করে ১২ তারিখের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে হবে। তবে সম্মানিত প্রেসিডিয়াম সদস্যদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

বিজ্ঞাপন

রোববার (২৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন ফরম সংগ্রহ যেকোনো প্রার্থীর জন্য উন্মুক্ত থাকবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রত্যেক আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণ করে পার্টির নবম জাতীয় কমিটিতে অন্তর্ভুক্ত করবেন। বিদায়ী নির্বাহী কমিটিতে যারা অন্তর্ভুক্ত ছিলেন তাদের পূর্বের দলীয় মাসিক চাঁদা অবশ্যই পরিশোধ থাকতে হবে। সাক্ষাৎকার গ্রহণের তারিখ পরিবর্তিতে জানানো হবে।