চট্টগ্রাম-৮ উপনির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাপা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় পার্টি। পার্টির নীতি নির্ধারকদের পরামর্শক্রমে পার্টি চেয়ারম্যান দলীয় মনোনীত প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থিতা প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় সম্মেলন সফল করার জন্য বাবলুকে ইতোপূর্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। পার্টি মনে করে, এই মুহূর্তে উপনির্বাচনে অংশগ্রহণের চেয়ে সংগঠনকে শক্তিশালী করার দিকে প্রত্যেক নেতাকে বেশি দায়িত্বশীল হতে হবে। সে প্রেক্ষিত বিবেচনায় পার্টি এই মুহূর্তে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। আগামী ১৩ জানুয়ারি আসনটিতে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।