আওয়ামী লীগের সম্মেলনে যাননি বিরোধীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

আমন্ত্রণ পেয়েও আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দেননি বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। শুক্র ও শনিবার ( ২০ ও ২১ ডিসেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি ও ঐক্যফ্রন্টসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং শায়রুল কবির খান বার্তা২৪.কম-কে বলেন, ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির কেউ সম্মেলনে যাননি। সম্মেলনে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপির পাশাপাশি ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে কতজন ও কাকে কাকে জানানো হয়েছিল সেটা আমার জানা নেই। সম্মেলনে যাওয়ার ব্যাপারে ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী আমাকে জানিয়েছে যে, ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সম্মেলনে যাবে না। বিএনপি যেহেতু ঐক্যফ্রন্টের একটি শরিক দল সেহেতু বিএনপির পক্ষ থেকেও কেউ যায়নি।

বিজ্ঞাপন

তবে সম্মেলনে যোগ দেন ঐক্যফ্রন্ট থেকে বহিষ্কৃত নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।