জাকের পার্টি ৩৩.৩৩ শতাংশ নারী নেতৃত্ব রেখে কমিশনে চিঠি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাকের পার্টির লোগো

জাকের পার্টির লোগো

নির্বাচন কমিশনের প্রদত্ত বিধিমালা অনুযায়ী জাকের পার্টি জেলা, মহানগর, থানা ও উপজেলা পর্যায়ের কমিটিতে ৩৩.৩৩ শতাংশ নারী নেতৃত্ব অন্তর্ভুক্ত করে কমিশনে চিঠি জমা দিয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল হালিমের সঙ্গে সাক্ষাৎ করে এই চিঠি জমা দেন জাকের পার্টির একটি প্রতিনিধিদল ।

বিজ্ঞাপন

এই পর্যায়ে জেলা ও মহানগর মিলিয়ে ৪৪টি এবং থানা ও উপজেলা মিলিয়ে ২১১টি কমিটি জমা দেওয়া হয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুর রসুল, জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আবু বাকার সিদ্দিক খান, কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট আ ন ম মনিরুজ্জামান, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক শামীম হায়দার ও কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন জামাল।

বিজ্ঞাপন