জাপার ভাইস চেয়ারম্যান মানিক আইসিইউতে ভর্তি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুরের সাবেক পৌর মেয়র এ.কে.এম আব্দুর রউফ মানিক

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুরের সাবেক পৌর মেয়র এ.কে.এম আব্দুর রউফ মানিক

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুরের সাবেক পৌর মেয়র এ.কে.এম আব্দুর রউফ মানিক হৃদরোগে আক্রান্ত হয়ে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বিজ্ঞাপন

এদিকে জাপা নেতার অসুস্থতার খবর জানতে পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ।

শয্যাশয়ী সাবেক এই পৌর মেয়রকে দেখতে মহানগর জাপার নেতারা ছাড়াও জাপার অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে আসেন।

তার রোগমুক্তির জন্য সোমবার (৯ ডিসেম্বর) নগরীর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।