গরিব মানুষের সংখ্যা বাড়ছে: জি এম কাদের

  • নিউজ ডেস্ক,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জিএম কাদের/ ছবি: সংগৃহীত

জিএম কাদের/ ছবি: সংগৃহীত

জাতীয় পাটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে, সেই হারে গরিব মানুষের সংখ্যা কমছে না। বরং গরীব মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে, তাই বাড়ছে সমাজে বৈষম্য।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় হকার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জি এম কাদের বলেন, সমাজে বৈষম্য আছে বলেই সমাজে খুব বেশি গরিব আর বেশি ধনী মানুষের সংখ্যা বাড়ছে। এটা কোন সুষ্ঠু সমাজের লক্ষণ নয়, আমরা চাই সমাজে মধ্যবিত্তের সংখ্যা বাড়তে থাক। আজকে যারা গরিব তারা যেন মধ্যবিত্তের কাতারে উঠে আসে। তাদের সন্তানরা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে। জাতীয় পার্টি সামাজিক ন্যায় বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে।

জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন খান এর পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা

এ সময় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস.এম. ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম প্রমুখ।