জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় পার্টির লোগো, ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির লোগো, ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলন উপলক্ষে ১০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পার্টি চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এই কমিটির আহ্বায়ক এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। পার্টি চেয়ারম্যান সম্মেলন বাস্তবায়নের জন্য ৯টি উপ-কমিটি এবং নির্বাচন কমিশনের নাম ঘোষণা করেছেন।

উক্ত উপ-কমিটিসমূহ প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সদস্য- সুনীল শুভ রায় ও অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া।