আবারও অবস্থান কর্মসূচিতে ছাত্রদল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে ছাত্রদল, ছবি: বার্তা২৪.কম

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে ছাত্রদল, ছবি: বার্তা২৪.কম

বয়সসীমা না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে সদ্য বিলুপ্ত ছাত্রদলের কমিটির একাংশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে তারা।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত তৃতীয় দিনের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদল।

বিজ্ঞাপন

আবারও অবস্থান কর্মসূচিতে ছাত্রদল

এর আগে গত ১১ জুন একই দাবিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা, ভবনের গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে বিএনপি নেতাদের আশ্বাসে কার্যালয় ছেড়ে চলে যায় তারা। কিন্তু তাদের দাবি বিষয়ে কোন সুরাহা না হওয়া রোববার (১৬ জুন) আবারও সকাল ১১টায় অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদলের এই বয়স্ক নেতাকর্মীরা।

কর্মসূচি সম্পর্কে ছাত্রদলের সাবেক এক নেতা নাম পরিচয় প্রকাশ না করা শর্তে বার্তা২৪.কম-কে বলেন, 'বয়সসীমা তুলে দিতে হবে। কাউন্সিলে একটি সিন্ডিকেট কাজ করছে, এই সিন্ডিকেটের বাইরে কমিটি দিতে হবে। আমাদের মূল দাবি কমিটি করার আগে বয়সসীমা তুলে দিতে হবে। ধারাবাহিক কমিটি দিতে হবে।'

আরও পড়ুন: ফের অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের 'বয়স্করা'