ক্ষমতাসীনরা ভয়ংকর কর্মকাণ্ড চলমান রেখেছে: মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলের নেতা-কর্মীদের গুম করছে। তাদের মাধ্যমে ভয়ংকর কর্মকাণ্ড চলমান রেখেছে।’

রোববার (১৬ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি দাবি, গতরাত ১১টায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে বাসা থেকে র‌্যাব গ্রেফতার করেছে। কিন্তু র‌্যাব তাকে গ্রেফতারের কথা অস্বীকার করেছে। এমন ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, 'বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশে জুলুমের শাসন চালিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অগণতান্ত্রিকভাবে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশ শাসন করছে। ফলে বর্তমান ভোটারবিহীন সরকারের কবল থেকে মুক্তি পেতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে নির্বিচারে গ্রেফতার, অপহরণ, গুপ্তহত্যা, বিচার বহির্ভূত হত্যা ও নির্দয়ভাবে গুম করা হচ্ছে। গুম, খুন সরকার নিত্যদিনের ঘটনায় পরিণত করেছে। বর্তমানে সারাদেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে।’

হাসান মামুনকে সুস্থ অবস্থায় জনসমক্ষে হাজির করে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন মির্জা ফখরুল।