বাজেট নিয়ে জনমনে উচ্ছ্বাস নেই: মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, ছবি: বার্তা২৪.কম

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, ছবি: বার্তা২৪.কম

বাজেট নিয়ে জনমনে উচ্ছ্বাস নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'বাজেটের আকার নিয়ে জনমনে উচ্ছ্বাস নেই।'

শুক্রবার (১৪ জুন) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম বলেন, 'বাজেট থেকে উন্নয়নের গিট দেখা দিয়েছে। জনগণ আর উন্নয়নের কথা শুনতে চায় না।'

বাজেটে ব‍্যয় বেড়েই চলেছে মন্তব্য করে তিনি বলেন, 'বিদেশি ঋণ নিয়ে এই ঘাটতি বাজেট পূরণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কিন্তু এই বিশাল ঘাটতি বাজেট কোনভাবেই গ্রহণযোগ্য নয়।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব‍্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যেখানে বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এরই প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।