বগুড়ায় বিএনপি নেতার বাসভবনে হামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলামের বাসভবনে হামলা চালিয়েছেন বিএনপির অন্য আরেকটি গ্রুপের নেতাকর্মীরা/ ছবি: বার্তা২৪.কম

বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলামের বাসভবনে হামলা চালিয়েছেন বিএনপির অন্য আরেকটি গ্রুপের নেতাকর্মীরা/ ছবি: বার্তা২৪.কম

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে চলমান দ্বন্দ্বের জের ধরে সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সভাপতির বাসভবনে হামলা চালিয়েছেন বিএনপির অন্য আরেক গ্রুপের নেতাকর্মীরা।

বুধবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে কমফোর্ট হাউজিংয়ে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি চাপাতি ও দুইটি মোটর সাইকেল উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার বিকালে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায় উভয় গ্রুপের মধ্যে বৃহস্পতিবার আলোচনার জন্য সমঝোতা বৈঠক হওয়ার প্রস্তাবে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে বুধবার বিকালের ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাত ৮টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানকে মারধর করেন আহ্বায়ক কমিটির বিরোধী নেতাকর্মীরা।

এ ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে সৌরভ হাসানের পক্ষে ৩০-৪০ জন নেতাকর্মী মোটর সাইকেল যোগে শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে কমফোর্ট হাউজিংয়ে হামলা চালান। কমফোর্ট হাউজিং এর দোতলায় বসবাস করেন সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/23/1558555019174.jpg

কমফোর্ট হাউজিং এর নিরাপত্তা কর্মী আব্দুল গফুর বার্তা২৪.কম-কে বলেন ৩০-৪০ জন যুবক হঠাৎ এসে প্রধান গেটে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। তারা ভিপি সাইফুল ইসলামের নাম উল্লেখ করে গালিগালাজ করেন এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা চালান। থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যান।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘খবর পেয়ে পুলিশ পৌঁছলে হামলাকারীরা দুইটি মোটর সাইকেল ও তিনটি চাপাতি ফেলে রেখে পালিয়ে যায়। যতদূর জানা গেছে, বিএনপির আরেক গ্রুপের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।’

সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘কারা কী উদ্দেশে হামলা করেছে, আমার জানা নেই। হৈচৈ শুনে নিচ তলায় নামার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।’