ধর্মের ভিত্তিতে নয় দেশ পরিচালিত হবে যোগ্যতার ভিত্তিতে: জামায়াত আমির

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জয়পুরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ধর্মের ভিত্তিতে নয় দেশ পরিচালিত হবে যোগ্যতার ভিত্তিতে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দলটির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যৌক্তিক সংস্কার শেষে এ দেশে গ্রহনযোগ্য নির্বাচন দিতে হবে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালিত করবে।

তিনি আরও বলেন, আগামীতে মানবিক বাংলাদেশ গঠিত হবে। বিগত সরকার দেশের অর্থনীতিসহ সব অচল করে দিয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদিসহ কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর ১১জন সিনিয়র নেতৃবৃন্দকে ফ্যাসীবাদী সরকার হত্যা করেছে।

বিজ্ঞাপন

জেলা জামায়াতে ইসলামীর আমির ডাঃ ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে আর বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম চৌধুরী, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সাবেক সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামসহ দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জের জেলা জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দরা।