জাতীয় পার্টির প্রেস সেক্রেটারিকে যুগ্ম মহাসচিব পদ মর্যাদা 

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেস সেক্রেটারিকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পদ মর্যাদা 

প্রেস সেক্রেটারিকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পদ মর্যাদা 

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পদ মর্যাদা প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই পদ মর্যাদা প্রদান পত্রে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) পার্টির দপ্তর থেকে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে খন্দকার দেলোয়ার জালালী যুগ্ম মহাসচিব পদ মর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

প্রয়াত এরশাদের সময় পার্টির চেয়ারম্যানের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন সুনীল শুভরায়। তাকে একই সঙ্গে পার্টির প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছিল। এরশাদের মৃত্যূর পর সুনীল শুভরায় কয়েক বছর জিএম কাদের এর প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন প্রেসিডিয়াম সদস্যের মর্যাদায়।