‘যারা দ্রুত নির্বাচন চায় তারা আদিবাসীদের ওপর হামলা করেছে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যারা দ্রুত নির্বাচন চায় তারা সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার ওপর হামলা করেছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী। 

বুধবার (১৫ জানুয়ারি) সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ এই কথা বলেছেন তিনি। 

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, “ভারতীয় সেনাপ্রধানের সাথে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায়, তারা এই হামলার পেছনে রয়েছে। আপনারা লাশের রাজনীতি বন্ধ করুন। বাংলাদেশে আর কোনো লাশের রাজনীতি চলবে না।“

আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, "১৯৭২-এর সংবিধানে দেশের প্রতিটি জাতিকে স্বীকৃতি না দিয়ে সকলকে বাঙালি বলে একসূত্রে গাঁধতে চাওয়া হয়েছিল। এতে বাকি জাতি সত্তার অধিকার হরণ করা হয়েছে। আজকের হামলার ঘটনাও বাঙালি বলে স্লোগান দেওয়া হয়েছিল। অথচ গত ৫ অগাস্ট এই স্লোগানকে স্থায়ীভাবে প্রত্যাখ্যান করেছে ছাত্র-জনতা।"

বিজ্ঞাপন

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’র শান্তিপূর্ণ কর্মসূচিতে 'স্টুডেন্ট ফর সভরেন্টি'র হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।