এবি পার্টির ১ম জাতীয় কাউন্সিল শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবিপার্টি) ১ম জাতীয় কাউন্সিল ২০২৫। ২০২০ সালের ২ মে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পর এই প্রথম কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন করছে দলটি।

শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় এই কাউন্সিল শুরু হয়। এর আগে শুক্রবার একই স্থানে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে। তবে ফলাফল এখনো প্রকাশ করেনি দলটি।

বিজ্ঞাপন

এসময় প্রথমেই পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন এবিপার্টির আহ্বায়ক মেজর (অব.) অধ্যাপক আব্দুল ওয়াহাব মিয়া।

বিজ্ঞাপন

এবি পার্টির কাউন্সিলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সাংবাদিক এম এ আজিজ সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।