ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাপা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

  • স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাপা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাপা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দুপুর ১১টায় রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে গেলে জাতীয় পার্টি চেয়ারম্যানকে স্বাগত জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এ সময় তারা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।