দুদক সংস্কারে ২২ প্রস্তাব গণ অধিকার পরিষদের
দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্থারে ২২ দফা প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে দুদক সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
এসময় আইন সংস্কারের মাধ্যমে প্রকৃত স্বাধীন, জবাবদিহিতামূলক ও জনবান্ধব দুদক গঠনের আহ্বান জানান তিনি।
এক্ষেত্রে দুদকের কর্মকর্তা বিসিএস ক্যাডার থেকে নিয়োগ দেবার এবং দুদক চেয়ারম্যান ও কমিশনরা নিয়োগে আলাদা নীতিমালা তৈরির সুপারিশ করা হয়। এছাড়া প্রতি জেলায় দুর্নীতি বিরোধী নাগরিক কমিটি গঠনের প্রস্তাব করেন রাশেদ খাঁন।
আওয়ামী লীগের নেতাকর্মী এবং দুর্নীতিবাজরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না উল্লেখ করে এ ব্যাপারে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।