দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি: টুকু
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা বিএনপি লড়াই করব, গণতন্ত্র ফেরত আনব।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের সমসাময়িক কয়েকটি বিপ্লব আমরা দেখেছি, ইরাকে ও মিসরে। যেখানে গণঅভ্যুত্থানের পরে পুলিশ থাকে না, সেখানে বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক। বিপ্লব হওয়ার পর বিপ্লবের রেশ থাকে। এই রেশ যখন জনপতিত হয়, তখন একদল বিশৃঙ্খলা সৃষ্টি করে।
টুকু বলেন, আমরা বিএনপি ওই বিশৃঙ্খলার বিরুদ্ধে আছি এবং থাকব। শেখ হাসিনার আদালত আমাকে ৯ বছরের সাজা দিয়েছিল, দুবছর হয় দেশে ফিরেছি। আমি হাসিনার বিচার মানিনি। আমি বলেছি, এই বিচার মানি না এবং হাসিনার কাছে আত্মসমর্পণের কোনো অর্থ হয় না। হাসিনার কাছে আমি মাথা নত করিনি।
এ সময় তিনি শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে বলেন, বাংলাদেশের রাজনীতিতে আপনারা দৃষ্টান্ত হয়ে থাকবেন। যতদিন বাংলাদেশে থাকবে।
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ফুটবল খেলার অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহবায় শামসুজ্জামান সামু প্রমুখ।
খেলায় রংপুর জেলা বিএনপি একাদশ বনাম সৈয়দপুর বিএনপি একাদশ অংশগ্রহণ করেন। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছেন। এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।