জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জাসদের নিন্দা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অগ্নিসংযোগের ঘটনায় জাসদের নিন্দা/ছবি: সংগৃহীত

অগ্নিসংযোগের ঘটনায় জাসদের নিন্দা/ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
শনিবার (২ নভেম্বর) জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু রাজনৈতিক দলের কাররালয়ই নয়, যে কোনো স্থাপনায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করা সুস্পষ্ট ফৌজদারী অপরাধ। প্রকাশ্যে ঘোষণা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নাকের ডগায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের এই ফৌজদারী অপরাধ সংঘটিত হয়েছে। 
এতে বলা হয়, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করে রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়, এই ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন পুনর্গঠনের মধ্য দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ এবং নির্বাচিত জনপ্রতিনিধি তথা নির্বাচিত সাংবিধানিক সরকারের হাতে দেশের শাসনভার ন্যাস্ত করার উদ্যোগকে নস্যাৎ করা এবং রাজনৈতিক শক্তিকে দমিয়ে বিরাজনীতিকরণের গভীর ষড়যন্ত্রের অংশ।
দেশে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টি ও বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের ব্যাপারে সকল রাজনৈতিক শক্তিকে সজাগ ও সতর্ক থাকারও আহবান জানায় দলটি।