চকরিয়ায় ১৫ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন আজ
কক্সবাজার জেলার চকরিয়ায় দীর্ঘ সাড়ে ১৫ বছর পর প্রকাশ্যে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশ্যে এ অঞ্চলে কোনো ধরনের মিছিল-মিটিং করতে পারেনি দলটি।
শুক্রবার (১ নভেম্বর) চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার আমাদের প্রকাশ্যে কোনো ধরনের মিছিল-মিটিং করতে দেয়নি। তাই আমরা এই প্রথমবারের মতো প্রকাশ্যে কর্মী সম্মেলন করতে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি সম্মেলনটি সফল ও সার্থক হবে।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন, কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার শহর শাখার আমীর আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার জেলার কর্ম পরিষদের সদস্য আকতার আহমদ, মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলার সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব, মাতামুহুরি সাংগঠনিক থানা শাখার আমীর মাওলানা ফরিদুল আলম, কর্মী সম্মেলনে সভাপতিত্বে করবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া শাখার আমীর মাওলানা আবুল বশর।