সিলেটে পদবঞ্চিত যুবদল নেতাকর্মীদের ঝাড়ু মিছিল
সদ্য অনুমোদিত সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেছেন।
অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক এবং মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ২৯১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদল।
এই কমিটি প্রত্যাখ্যান করে সিলেটে ঝাড়ু মিছিল করেছে যুবদলের বড় একটা অংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারাকর্মীরা মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় নেতাকর্মীদের হাতে ঝাড়ু নিয়ে কমিটির বিরোধী স্লোগান দিতে দেখা যায়।
নেতাকর্মীদের অভিযোগ, কমিটিতে দলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করা হয়নি। এছাড়া কমিটিতে সিনিয়র-জুনিয়র সমন্বয়ের অভাব রয়েছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে। তৃতীয় শক্তি দলের ভিতরে সুযোগ নিবে। তাই এই কমিটি প্রত্যাখ্যান করেছেন তারা।
এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।