খালেদা জিয়া পালাননি, শেখ হাসিনা পালিয়েছেন: মির্জা আব্বাস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মির্জা আব্বাস, ছবি: বার্তা২৪.কম

মির্জা আব্বাস, ছবি: বার্তা২৪.কম

আমাদের নেত্রী খালেদা জিয়া নেতাকর্মীদের রেখে বিদেশে পালাননি, কিন্তু শেখ হাসিনা তার নেতাকর্মীদের রেখে ভারতে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলটির আয়োজিত সমাবেশে বক্তব্য তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, আমার বিদেশে কোনো বাড়ি নাই, বিদেশে কোনো প্রভু নাই। মরলে এই দেশে মরব। বাঁচলে এই দেশে বাঁচব। আরেকজন তার নেতাকর্মীদের রেখে ভারতে চলে গিয়েছে। আবার বলেন চট করে দেশে চলে আসবেন। এই দেশের মানুষ আপনার অন্যায় ও হত্যার বিচার করবে।

এই কয়েকদিন আওয়ামী লীগের কিছু চামচাকে গ্রেফতার করা হয়েছে। আমরা যখন জেলে গিয়েছি বীরের মত জেলে গিয়েছি। বীরের মত জেল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু এদের কেন আদালতে জুতা মারে, ডিম মারে।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, বাংলাদেশের বিএনপির নেতৃত্বের দীর্ঘ আন্দোলন ও ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে। আমাদের বুঝতে হবে অন্তবর্তীকালীন সরকার জনগণের মূল মেন্ডেন্ট। তা হলো দেশকে স্বৈরশাসকের জঞ্জাল পরিস্কার করতে হবে। আ.লীগের সব অন্যায়ের বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত গণতান্তিক সরকার ফিরে না আসে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সাধারণ মানুষের উপস্থিতিতে প্রমাণ করে বিএনপি গণতন্ত্রের দল। বিএনপির ইতিহাস গণতন্ত্রের ইতিহাস, বিএনপি ভোটাধিকার ফিরেয়ে ইতিহাস। আমরা আন্দোলনে ততক্ষণ থাকবো যতক্ষণ জনগণ তার মালিকানা ফিরিয়ে না পাবে।