কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না বিএনপি
কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধানে বলা হয়েছে যেকোন মানুষ যেকোন দলকে সমর্থন দিবে। কিন্তু সেটা স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে।
বুধবার (২৮ আগস্ট) বেলা ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন তুলে নেওয়ার বিষয়ে এক প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। সেই যে দলই হোক।সংবিধানে বলা হয়েছে যেকোন মানুষ যেকোন দলকে সমর্থন দিবে। কিন্তু সেটা স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে।
নির্বাচনের যৌক্তিক সময় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যৌক্তিক সময় কত হবে সেটা নির্ভর করবে আলোচনার মাধ্যমে।আমরা কি চায়, জনগণ কি চায়, তারা কি চায় একটা আলোচনার দরকার। এজন্য বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অতিদ্রুত আলোচনা প্রয়োজন।
তিনি বলেন, গতকাল দেশের বড় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। তারাও বলছে দেশে অতিদ্রুত গণতান্ত্রিক সরকার প্রয়োজন। কারণ গণতান্ত্রিক সরকার ছাড়া বায়াররা অর্ডার করছেন না। যারা রফতানি করবে তারাও চায় একটি গণতান্ত্রিক সরকার। দেশের মানুষকে জিজ্ঞেস করেন সবাই বলবে এখন একটা নির্বাচন চাই। সবাই গণতান্ত্রিক সরকার চায়। এটা যত তাড়াতাড়ি করা হবে, ততো মঙ্গল।
সাংবাদিকদের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, মানুষ গণতান্ত্রিক সরকার চায়। নির্বাচন চায়। আপনারা দেখবেন নির্বাচন আসলে মানুষ কত খুশি হয়, যদি সেটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় মানুষ সেটা গ্রহণ করে।
বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এই সরকারকে আমরা ততদিন সহযোগিতা করবো যতদিন মনে করবো তারা সঠিক পথে আছে।
আমরা তো ভুলে যায়নি ওয়ান-ইলেভেনের সময় কারা চেষ্টা করেছিলো বিরাজনীতিকরণের জন্য। ওই সময় আমাদের দলকে বাতিল করার চেষ্টা করা হয়েছিলো। এটা গণতন্ত্রের জন্য আমাদের মনে রাখতে হবে।