শেখ হাসিনা মরে যাননি, আ. লীগও শেষ হয়নি: জয়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয়

আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল বলে মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা মরে যাননি, আওয়ামী লীগও কিন্তু শেষ হয়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। এই দলকে শেষ করা সম্ভব না।

বুধবার (৭ আগস্ট) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নতুন বাংলাদেশ গড়ে তোলা আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় বলে দাবি করে দলটির সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ কোথাও যাবে না।

২ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারাদেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে। অনেককে হত্যা করা হয়েছে। এ পরিস্থিতি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি। আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগ শেষ করা সম্ভব নয়।

জয় বলেন, আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে, আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না। আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত।

আওয়ামী লীগ জঙ্গিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চায় উল্লেখ করে জয় বলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তারা যদি জঙ্গিবাদ ও সহিংসতা বাদ দেয়।

নেতাকর্মীদের তিনি বলেন, শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যায়নি। আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না।