৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্রুত অন্তবর্তীকালীন সরকার গঠন করে তিনমাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, চক্রান্তকারীরা এ বিজয়কে ছিনিয়ে নিতে পারে, সেজন্য তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। যারা লুটপাট করছে তারা আমাদের কেউ না, তারা ছাত্রদের মধ্যেও কেউ না। তারা হলো দুর্বৃত্ত। আমরা ছাত্রদের সঙ্গে একমত। আমরা গণতন্ত্রের দেশ নির্মাণ করতে চাই। আজকে আমাদেরকে ধৈর্যের সাথে দিন পার করতে হবে। কোনো প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়। এ বিজয়কে সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, ছাত্রদের আন্দোলনে আমরা সহযোগিতা করেছি। সংহতি প্রকাশ করেছি। সেজন্য আমাদের ১১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আমি ছাত্রদের স্যালুট করি। তারা ছাত্র-জনতাকে একত্র করে স্বৈরাচার সরকারের পদত্যাগ ঘটিছে। এবিজয় সকলের। এ বিজয় ছাত্রদের।

তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে তিনমাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার এখন পালিয়ে গেছে।