মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মোহাম্মদপুরের গজনবী রোডে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (১১ মে) বিকেল সাড়ে তিনটায় এ সমাবেশ শুরু হয়।

বিজ্ঞাপন

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিএনপির সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল এই শান্তির দেশকে অশান্ত করে তুলতে চায়। গোলা পানিতে তারা তাদের স্বার্থ হাসিল করতে চায়। আমাদের এ সমাবেশ তাদের সে অশান্তির বিরুদ্ধে শান্তির বার্তা।

বিজ্ঞাপন

সমাবেশে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা উত্তরের মেয়র, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মী, বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দরা।