ভোট বানচালকারীদের খুঁজে পাওয়া যায়নি: ইনু

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাসদ সভাপতি ও ১৪ দলীয় ঐক্যজোটের কুষ্টিয়া-২ আসনের নৌকা প্রতীক প্রার্থী হাসানুল হক ইনু বলেছেন, ভোট বানচালকারীদের খুঁজে পাওয়া যায়নি। তাদের কোনো কর্মকাণ্ড নেই। ভোট কেন্দ্রগুলো ভোট বানচালকারীদের প্রভাবমুক্ত রয়েছে। আশা করি, বিকেল চারটা পর্যন্ত এমন সুন্দর পরিবেশই থাকবে।

রোববার (৭ জানুয়ারি) পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রদান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের ১৪ দলীয় প্রার্থী জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিজ এলাকার গোলাপনগর গ্রামের দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র সহধর্মিণী ও জাতীয় নারীজোট কেন্দ্রীয় কমিটির আহবায়ক আফরোজা হক রিনা এমপি, হাসানুল হক ইনু এমপি’র পুত্র প্রকৌশলী আশফাকুল হক শোমিত প্রমুখ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৪ দলের প্রাপ্তি হিসেবে নৌকা প্রতীকে চতুর্থবারের মতো নির্বাচন করছেন। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে এই আসনে প্রার্থী হন আওয়ামী লীগ নেতা, মিরপুর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা কামারুল আরেফিন।