অবরোধের সমর্থনে মিরপুর জামায়াতের মিছিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অবরোধের সমর্থনে মিরপুর জামায়াতের মিছিল

অবরোধের সমর্থনে মিরপুর জামায়াতের মিছিল

সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় মিরপুরের কাজীপাড়ার কাফরুল থানার উদ্যোগে এই মিছিল করে নেতাকর্মীরা।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি কাজীপাড়া বেগম রোকেয়া স্মরণীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

মিছিল শেষে পথসভায় ডা. ফখরুদ্দিন মানিক বিরোধী দলের চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকালের অবরোধ কর্মসূচি পালনের জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা শরিফুল ইসলাম, শ্রমিক নেতা মিজানুর রহমান মহানগরী শুরা সদস্য আহসান হাবীব, থানা সেক্রেটারিবৃন্দ মুসআব মুহাইমিন, আশিকুর রহমান, আলী হোসেন ও নুরুল আমীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন