বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আ.লীগের সংসদীয় বোর্ড সভা চলবে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা হচ্ছেন নৌকার কাণ্ডারি তা ঠিক করতে বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড সভা। আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) টানা তিনদিন ধরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ।

বিজ্ঞাপন

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বৈঠক বসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব মনোনয়ন বোর্ডের সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।

প্রথম দিনের বৈঠকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হবে। মনোনয়ন বোর্ডের সভার পর নৌকার প্রার্থীদের নাম জানা যাবে।

উল্লেখ্য, ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি হয়েছে তিন হাজার ৩৬২টি।