আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসা কমনওয়েলথ সচিবালয়ের চার প্রতিনিধি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে।

বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

এতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খানসহ আওয়ামী লীগের শীর্ষ আরও কয়েক নেতা।

গত রোববার (১৯ নভেম্বর) কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।

এর আগে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তারা নির্বাচনকালে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য তারা জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তারা ঢাকায় চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে।